বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘জন্মভূমি অথবা মৃত্যু’

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

‘যুক্তিতে শুদ্ধ হোক বিপ্লবের প্রত্যাশা’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বিএইউডিএস) আয়োজিত ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা ইন্ট্রা বিএইউডিএস ৪.০ – ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে দল ‘জন্মভূমি অথবা মৃত্যু’। যুক্তিবিদ্যার এই আয়োজনে নিজেদের দক্ষতা ও বাগ্মিতার স্বাক্ষর রেখে শিরোপা অর্জন করে দলটি।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

বিতর্কের প্রস্তাব ছিল ‘এই সংসদ বিপ্লব পরবর্তী সময়ে মব সংস্কৃতির উত্থানে অনুতপ্ত’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দল ‘জন্মভূমি অথবা মৃত্যু’। রানার্সআপ হয়েছে দল ‘দেশটা কারো বাপের না’। ফাইনাল পর্বে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।

ওই প্রতিযোগিতায় ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নাহিয়ান আবরার অমিও এবং ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট হওয়ার সম্মান অর্জন করেছেন একই দলের রাফি ইকরাম।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের চর্চা বৃদ্ধি এবং তাদের মধ্যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এর আগে গত ৫ জুলাই প্রতিযোগিতাটির ট্যাব রাউন্ড ও সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *