বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “দ্য ইংলিশ ল্যাডার” শীর্ষক ইংরেজি রাইটিং স্কিল বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষাগত দক্ষতা ও একাডেমিক লেখালেখিতে পারদর্শিতা বৃদ্ধি করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘গ্রীন ভয়েস’।
সেমিনারটি সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যালারিতে আয়োজিত হয় এবং এতে প্রায় ৭০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
গ্রীন ভয়েস বাকৃবি শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির কৌলিতত্ত্ব ও প্রজনন বিভাগের অধ্যাপক এবং গ্রীন ভয়েস, বাকৃবি শাখার প্রধান উপদেষ্টা শরীফ আর রাফি। সেমিনারের মূল সেশন পরিচালনা করেন স্পেকট্রাম ল্যাংগুয়েজ রিসোর্টের আইইএলটিএস ইন্সট্রাক্টর কাজী শহীদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীরা ইংরেজি রাইটিং স্কিল উন্নয়নের বিভিন্ন কৌশল ও পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অধ্যাপক শরীফ আর রাফি তার বক্তব্যে বলেন, “বর্তমানে একাডেমিক ও পেশাগত উভয় ক্ষেত্রেই দক্ষ ইংরেজি লেখালেখির গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভাষাগত ও যোগাযোগ দক্ষতা আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতে ধারাবাহিকভাবে এমন কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে।