বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক সিনথিয়া আফসানা খেয়া ও প্রভাষক তাওসিফ আল আফ। স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাসুম আহমাদ।
অনুভূতি প্রকাশ করেন ইন্টার্নশীপে অংশ নেওয়া দুইজন শিক্ষার্থী। তারা বলেন, এই অভিজ্ঞতা বাস্তব জীবনে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বেড়েছে।” তিনি ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করায় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “বাকৃবি সৌভাগ্যবান যে, সকল অনুষদেই ইন্টার্নশীপ কার্যক্রম চালু রয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ইন্টার্নশীপ সনদপত্র তুলে দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই মাসব্যাপী ৫ ক্রেডিটের এ ইন্টার্নশীপ প্রোগ্রামে শিক্ষার্থীরা ২১টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। মোট অংশগ্রহণকারী ছিলেন ৩১৫ জন, যার মধ্যে ৬ জন বিদেশি শিক্ষার্থীও অন্তর্ভুক্ত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে।