বাকৃবিতে কর্মচারীদের জন্য ১০তলা আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসন সুবিধা উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক ১০তলা আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

লিফট ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি নির্মাণে চুক্তি মূল্য ধরা হয়েছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৬০ টাকা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. মনির আহম্মেদ।

এ ছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ এনামুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *