বাকসু নির্বাচনের দাবিতে বাকৃবিতে গণভোটের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোটের আয়োজন করেছে বাকৃবি শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শুক্রবার (৯ই মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ গণভোট কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায়। চলতি মাসের ২০ মে পর্যন্ত এ গণভোট সংগ্রহ চলবে এবং ২১ মে তার ফলাফল ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদসহ অন্যান্য নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দাবি উত্তোলন ও অধিকার আদায়ের লক্ষে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)’ গঠন করা হয়েছিলো। কিন্তু ২৭ বছর যাবৎ তা বন্ধ। এই দীর্ঘ সময়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করা হয়েছে। বাকসু নিয়মিত থাকলে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকতো। প্রশাসন নিশ্চয়ই এমন অগণতান্ত্রিকভাবে এসব নীতি বাস্তবায়ন করতে পারতো না। বাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দাওয়া ও সংকট নিরসনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের পক্ষ হয়ে তাদের সংকট ও পরিকল্পনা উত্থাপন করতে পারবে।’

প্রশাসনের কাছে দাবি জানিয়ে ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায় বলেন, ‘বাকসু নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মাঝে বিরাজমান। বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও কর্মপরিকল্পনা দরকার।  বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কথা বলে বাকসুর গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার করে বাকসু নির্বাচনের আয়োজন করতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *