বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি সভা অনুষ্ঠিত

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সভায় আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং অগ্রগতি এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যালোচনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা পরিচালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। এ সময় আইকিউএসি কর্তৃক সম্পন্ন বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকৃবি সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্য অধ্যাপক ড. মো. বাহনুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমাদ, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. জুলফিকার রহমান, কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রমিজা বেগম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন এবং ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবির।

বক্তারা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, পাঠ্যক্রম আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ এবং আইসিটি সেলকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *