হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয় সমাবর্তনের আগের দিন অনুষ্ঠিত হয়েছে বিশেষ মিলনমেলা ‘প্রজেক্ট হোমকামিং ২০২৫’।
২১ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে এফই বিভাগজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।ইভেন্টে ব্যাচভিত্তিক পরিচিতি, স্মৃতিচারণ, শিক্ষকদের সঙ্গে ইন্টারঅ্যাকশন সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়। সমাবর্তনের আগের এই আয়োজনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধনের সুযোগ সৃষ্টি হয়।
“আয়োজকরা জানান, “প্রজেক্ট হোমকামিং ২০২৫ মূলত ফুড ইঞ্জিনিয়ারিং পরিবারের একতা, সৌহার্দ্য এবং পরস্পরের সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, সাবেক গ্র্যাজুয়েট এবং শিক্ষকদের এক জায়গায় এনে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি যেখানে সবাই অভিজ্ঞতা বিনিময় করবে, স্মৃতি রোমন্থন করবে এবং ভবিষ্যতে বিভাগের অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করার উদ্বুদ্ধতা পাবে।