পিএসসি সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি: 

পিএসসি’র সংস্কার, প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তিসহ ৮ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৭শে এপ্রিল) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, “জুলাই এর অঙ্গীকার, পিএসসি’র সংস্কার,’আমার ভাই অনশনে,ইন্টেরিম কি করে’, ‘এই মুহুর্তে দরকার,পিএসসি’র সংস্কার’, ‘১,২,৩,৪, ফ্যাসিজম নো মোর” স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা পিএসসি সংস্কারের দাবিতে ৮ দফা দাবি উত্থাপন করেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বেই প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দ্রুত বহিষ্কার ও শাস্তি নিশ্চিত করা, ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের সম্ভাবনা দূর করা,আগামী জুলাই মাসের মধ্যে ৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল (ভাইভায় উত্তীর্ণদের) প্রকাশ করতে হবে এবং জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে।

এসময় শিক্ষার্থীরা আরও বলেন,”আমরা মেধা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবো বলেই জুলাইয়ে একসাথে সারা বাংলাদেশের ছাত্র-সমাজ ঝাঁপিয়ে পড়েছিলাম। যেই বিসিএস আর পিএসসি’কে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাসেও সেটা উপেক্ষিত। আমরা তাই দৃঢ় কণ্ঠে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারুণ্যের পালস বুঝে অতি দ্রুত পিএসসি’র সংস্কার এবং ৮ দফা মেনে নেন। ছাত্ররা কখনো সংকট ছাড়া রাস্তায় নামে না, ছাত্ররা কখনো দেশের প্রয়োজন ছাড়া রাস্তায় নামে না। তাই, ছাত্রদের দাবি মেনে নিয়ে মেধা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আসুন আমরা একসাথে কাজ করি। সেই সাথে পূর্ণতা পাক, জুলাইয়ের অঙ্গীকার।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *