জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধিঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার শিক্ষা দর্শন: প্রেক্ষিত ৭ নভেম্বর” শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), হাবিপ্রবি শাখা এই সেমিনারের আয়োজন করে।

দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন ইউট্যাব হাবিপ্রবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর মোঃ নওশের ওয়ান। সেমিনারটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

সেমিনারে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা, কৃষি, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমানের চিন্তা ও কর্মধারা বাংলাদেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। বক্তারা তার শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, অফিসারবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিহাস ও নেতৃত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *