হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, মেধা বিকাশ এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিজিক্স ২১ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ ২২ ব্যাচের শিক্ষার্থী এম এইচ কে মারুফ।
গত ১৫ আগষ্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের উদ্যোগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর তারিখে একটি সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ গঠন করা হয়। নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন মোট ৬৫ জন সদস্য।
নতুন কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল হাসিব,তানভীর আহমেদ,মোঃ শাকিল,বৈশাখী ঘোষ,আশরাত জাহান লিরা,মোঃ সোহাগ সরকার,হাবিবুল হাসান হৃদয়।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন,কাজিউল ইসলাম সরকার সুজা,শারমিন শিলা,হাফিজুর রহমান পিয়াস,মুনতাকা মাহীদি জিসান,শারমিন আক্তার শাম্মী,মোজাহিদুল ইসলাম,মোছা: ইফফাত তাইয়েবা
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন পারভেজ বসুনিয়া ও সজীব সরকার। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ মাহফুজার রহমান মাহিন এবং দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মুয়ান সরকার মুগ্ধ।
এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আরাফাত ইসলাম ও তাজমিরা আক্তার তরু।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে রাকিবুল হাসান রাকিব বলেন,আলহামদুলিল্লাহ,সর্বপ্রথম আমি মহান আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে“গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি”এর সভাপতির গুরুদায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং এটি গাইবান্ধার প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমার দায়বদ্ধতার প্রতীক।আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহপাঠী ও সহকর্মী ভাই-বোনদের প্রতি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিশ্বাস করেছেন। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমার শক্তি।আমাদের এই সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি গাইবান্ধার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের প্রতিচ্ছবি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একে অপরের পাশে থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
সাধারণ সম্পাদক এম এইচ কে মারুফ বলেন,“একতা আমাদের শক্তি, সহযোগিতা আমাদের মূলনীতি” এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা গাইবান্ধার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করতে চাই।আমাদের লক্ষ্য এই সংগঠনকে সক্রিয়, শিক্ষার্থীবান্ধব এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে আমরা মিলেমিশে, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করব, একে অপরের পাশে দাঁড়াব।”