গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞা

কৃষি ও জনপদ ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এসব প্রাণির মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির প্রাণির চাহিদা বাড়ে। তবে প্রয়োজনের তুলনায় প্রাণি বেশি থাকায় এবার গবাদি প্রাণি আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের। 

আরও জানা গেছে, কোরবানি উপলক্ষে যাতে কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। একইসঙ্গে খামারিরা যেন ন্যায্য দাম পান, সে বিষয়েও নজরদারি করবে সরকার। 

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল বছর দেশে কোরবানি উপযোগী সোয়া কোটি প্রাণি ছিলো; যেখানে কোরবানিতে ব্যবহার করা হয় এক কোটির বেশি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *