খালেদা জিয়ার দেশে ফেরায় বাকৃবি ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাকৃবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বাকৃবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কে আর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে স্লোগান দেন এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, ‘বিএনপি এদেশের গণমানুষের দল। আজকে  সারাদেশে আপামর জনসাধারণের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।’

বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সারা দেশের জনগণের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী শাসনামলে নানা দমন-পীড়নের মধ্যেও তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে গেছেন। বন্দি অবস্থায় গুরুতর অসুস্থ থাকার পর বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাঁর দেশে ফিরে আসা আমাদের জন্য পরম আশীর্বাদস্বরূপ। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি।

উল্লেখ্য, চিকিৎসার জন্য চার মাস লন্ডনে কাটিয়ে আজ দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *