কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ

বাকৃবি প্রতিনিধি :

কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় অপেক্ষমান প্রার্থীদের মধ্য থেকে মোট ১ হাজার ১০৪ জন শিক্ষার্থী বিষয় ও বিশ্ববিদ্যালয় পেয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রম সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ভর্তি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২০ জানুয়ারি থেকে মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি নিশ্চায়ন প্রক্রিয়া শুরু হয়। এ সময় অনলাইনে ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) ভর্তি ফি জমা দিয়ে প্রাথমিক ভর্তি ধাপ সম্পন্ন করতে হয়, যা চলে ২৪ জানুয়ারি পর্যন্ত।

প্রথম দফা অটোমাইগ্রেশন শেষে শূন্য আসনের বিপরীতে বুধবার প্রথম অপেক্ষমান তালিকার (কোটাসহ) ফল প্রকাশ করা হয়। নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ১০ হাজার টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ শেষ করতে হবে।

পরবর্তী সময়ে শূন্য আসনের বিপরীতে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে আরও দুই দফায় অটোমাইগ্রেশন ও অপেক্ষমান তালিকার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ধাপ সম্পন্নকারী শিক্ষার্থীদের নিজ নিজ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি’র সঙ্গে পূর্বে জমা দেওয়া অর্থ সমন্বয় করা হবে এবং মূল সনদ, ট্রান্সক্রিপ্ট ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে তা বাতিল বলে গণ্য হবে।

এদিকে সব ধাপ শেষে আসন শূন্য থাকলে আগামী ১১ মে অটোমাইগ্রেশন শেষে পুনরায় অপেক্ষমান তালিকার ফল প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো পৃথকভাবে ঘোষণা করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *