কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতে বাকৃবিতে বিশেষ বাস সার্ভিস

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

কৃষি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫–২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বাকৃবি ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য এ “স্পেশাল বাস সার্ভিস” চালু থাকবে। বিজ্ঞপ্তিতে পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার আগে সকাল ১১টা, দুপুর ১২টা ও দুপুর ১টায় তিনটি ট্রিপে বিশেষ বাস চলাচল করবে। বাসগুলো ময়মনসিংহ শহরের দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ সময় স-১১-০০৫০ ও স-১১-০০৫১ নম্বরের বাস নির্ধারিত রুটে চলাচল করবে।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। এ সময় স-১১-০০৫০, স-১১-০০৫১ ও স-১১-০০৫৩ নম্বরের বাস দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *