কিশোরগঞ্জে বিভিন্ন দেশের লটারী ও ভিসা পাইয়ে দেয়ার ভেলকিবাজিতে কোটিপতি ভ্যানচালক

মো.খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা ভ্যানচালক বিসাদু ‘র ছেলে সোহেল ইসলাম থাই ও কানাডার ভিসার ভেলকিবাজি দেখিয়ে প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এখন সেই কোটি টাকায় নিজ গ্রামে বানাচ্ছেন আলিশান বাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভ্যানচালকের ছেলে ভেলকিবাজি দেখিয়ে এখন কোটিপতি হয়েছেন। জানা গেছে, থাই নামক লটারি পাইয়ে দেওয়া ও কানাডার ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে ভিডিও বুস্টের মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসীদের কাছে। প্রবাসীরা না বুঝে প্রতারকদের পাতানো ফাঁদে পা দেন। প্রতারকরা সুযোগ বুঁজে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা বিষাদু অভাব অনাটনে জীবন যাপন করে আসছেন। অভাব অনাটনের কারণে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে ছুটে যাত্রীর সন্ধানে। সারাদিনে ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে হলেও চালিয়ে যান তিন ছেলের লেখাপড়ার খরচ। বড় ছেলে লেখা পড়া করে চাকরি নেন৷ মধ্যম ছেলেও গার্মেন্টসে যোগ দেন। দুই ছেলের আয়ে কিছুটা স্বস্তি আসে সংসারে। ছোট ছেলে সোহেল পড়ালেখার পাশাপাশি জড়িয়ে পড়েন থাই ও ভিসা প্রতারনার জগতে। থাই ও ভিসা দেওয়ার নামে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে হয়ে যান রাতারাতি কোটিপতি। এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকার কারণে আমরা সেভাবে অভিযান দিতে পারছি না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *