মো. খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন হতে গদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কটি আজ সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, খানাখন্দে ভরা এই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক থাকলেও তেমন একটা ব্যবহার করা যাচ্ছে না। মাঝে মাঝে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝুঁকির মধ্যে পড়ছে মানুষের প্রাণ। এছাড়াও ধুলো-বালির কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন হাজারো সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়—রাস্তার অধিকাংশ জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে গেছে। কোথাও কোথাও ঘাসে ঢাকা পড়েছে সড়কটি। দেখে বোঝার উপায় নেই যে এটি এক সময়ের পাকা রাস্তা।
চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছেন পথচারী ও চালকরা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এ সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “গ্রামীণ রাস্তা সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন আসলেই রাস্তার কাজ শুরু করা হবে।”