গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় আজ এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হলেও, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ১২ আগস্ট তারিখেই একযোগে দিবস দুটি উদযাপিত হয়।
এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে গাইবান্ধায় চলমান “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় রঙিন ব্যানার, ফেস্টুন এবং যুবদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল ১০টা ৩০ মিনিটে এসকেএস ফাউন্ডেশনের প্রফেসর কলোনী শাখা থেকে শুরু হয়ে গাইবান্ধা সরকারি কলেজ ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিটি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে, এবং উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন: জনাব বাহারাম খান, সমন্বয়কারী (ফিল্ড অপারেশন), মাইক্রোফাইন্যান্স প্রকল্প, মোছাঃ হোসনেআরা বেগম, পরিচালক, গাইবান্ধা যুব নারী উন্নয়ন সংস্থা, এস. কে. মামুন, প্রকল্প সমন্বয়কারী, বিডি রুলাল ওয়াস ফর এইচসিডি, মোঃ মেহেদী হাসান, জেলা সমন্বয়কারী, শুশীল প্রকল্প, মোঃ সিরাজুস সাদেকীন চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী, রেইজ প্রকল্প।
এছাড়াও অংশ নেন এসকেএস ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের পিআইইউ সদস্যসহ ১৩৭ জন যুবক-যুবতী, যার মধ্যে ৫৩ জন নারী এবং ৮৪ জন পুরুষ।
আয়োজকরা জানান, এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সমাজের যুব সম্প্রদায়ের মাঝে প্রযুক্তি নির্ভরতা, অংশীদারিত্ব এবং উন্নয়নের মূলধারায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো।
এসকেএস ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও তারা যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।