ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠিত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কৃষি ক্যাডারের নবম গ্রেডভুক্ত তরুণ কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে ‘ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম’ নামে একটি নতুন সংগঠন। সংগঠনটি ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

গত রবিবার রাজধানীর খামারবাড়ি অবস্থিত তুলা ভবনের কনফারেন্স রুমে এক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমতিয়াজ জাহান খান।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মো. এমাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষিবিদ মো. মাইনউদ্দিন সাআদ। এছাড়া সহ-সভাপতি মো. জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান অভি ও মো. আব্দুল হাই, কোষাধ্যক্ষ মো. হাতেম আলী, সাংগঠনিক সম্পাদক মো. আবরারুল হক এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৮তম থেকে ৪৩তম ব্যাচের প্রায় তিন শতাধিক তরুণ কর্মকর্তা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. এমাজ উদ্দিন বলেন, “ফোরামের মূল লক্ষ্য তরুণ কৃষি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ সুদৃঢ় করা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাঠামোগত রিভিজিট বাস্তবায়নসহ কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের অঙ্গীকার।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *