আন্তঃহল হ্যান্ডবলে বাকৃবির চ্যাম্পিয়ন ঈসা খাঁ ও সুলতানা রাজিয়া হল

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ আয়োজিত হয়েছে। প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ঈসা খাঁ হল এবং মেয়েদের বিভাগে সুলতানা রাজিয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচগুলোতে দুই হলই প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

ছেলেদের বিভাগের ফাইনাল ম্যাচ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ঈসা খাঁ হল ১৩–১১ ব্যবধানে ফজলুল হক হলকে হারায়। এর আগে গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত মেয়েদের বিভাগের ফাইনাল ম্যাচে সুলতানা রাজিয়া হল তাপসী রাবেয়া হলকে পরাজিত করে।

প্রতিযোগিতা শেষে মেয়েদের বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন সুলতানা রাজিয়া হলের জয়া আক্তার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পান একই হলের নাইমা নওশীন। ছেলেদের বিভাগে ঈসা খাঁ হলের জহির সেরা গোলকিপার এবং ফজলুল হক হলের মাহিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মনির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

এসময় বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *